চাঁদাবাজি মামলা থেকে খালাস পেলেন বৈজ্ঞানিক কর্মকর্তা

আপডেট: জানুয়ারি ৯, ২০২৫, ৯:২২ অপরাহ্ণ

তানোর প্রতিনিধি


চাঁপাইনবাবগঞ্জের আদালতে দায়েরকৃত চাঁদাবাজি মামলা থেকে খালাস পেয়েছেন তানোর উপজেলার সাবেক ছাত্রদল ও যুবদল নেতা বারির বৈজ্ঞানিক কর্মকর্তা মামুনূর রশিদ মামুন। বুধবার (৮ জানুয়ারি) চাঁপাইনবাবগঞ্জের জেলা ও দায়েরা জজের বিচারক মিজানুর রহমান তাকে খালাস করে দেন।

মামুনের বাড়ি তানোর উপজেলার তেলোপাড়া গ্রামে। তিনি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক ডাল গবেষণা মাদারীপুর কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা।

জানা গেছে, তারিক উজ্জামান ওরফে তারেক নামের এক ব্যক্তি বৈজ্ঞানিক কর্মকর্তা মামুনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দায়ের করেন। তারেকের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার চান্দলাই বাগানপাড়া গ্রামে। তিনি চাঁপাইনবাবগঞ্জের জুডিশিয়িাল ম্যাজিস্ট্রেট আদালতের একজন স্টেনো-টাইপিষ্ট পদে চাকুরি করেন।
ওই মামলার প্রেক্ষিতে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাকে এফআইআর হিসেবে গণ্য করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। থানার ওসি এমন আদেশে তদন্ত করে সত্যতা না পেয়ে আদালতে চুড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।

এব্যাপারে চাঁপাইনবাবগঞ্জের জুডিশিয়িাল ম্যাজিস্ট্রেট আদালতের স্টেনো-টাইপিষ্ট তারিক উজ্জামান তারেকের মোবাইলে ফোন দিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, চাঁপাইয়ে অনেক কোর্ট আছে, আবার অনেক তারেক আছে আপনি কোন তারেকের কাছে ফোন করেছেন বলে এড়িয়ে গিয়ে সংযোগ বিছিন্ন করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ