চাঁদাবাজ চক্রের মূলহোতাসহ আসামী গ্রেফতার অভিযান

আপডেট: ফেব্রুয়ারি ১২, ২০২৪, ১:৪২ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল রোবিবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২ টায় তানোর মডেল পাইলট হাইস্কুলের সামনে পাকা রাস্তার উপর চাঁদাবাজ চক্রের মূলহোতাসহ চারজনকে গ্রেফতার করেছে। খবর বিজ্ঞপ্তির।

ধৃত আসামীরা হলো- তানোর গুবিরপাড়ার মজিবর রহমানের ছেলে অসিম আলী (২৮), রায়তান আকচার মৃত লাহার প্রামাণিকের ছেলে শহিদুল ইসলাম (৪৮), গুবিরপাড়ার গোলাম রব্বানীর ছেলে শাহআলম (২৫), এবং গুবিরপাড়ার মৃত সেকেন্দার আলীর ছেলে মমিনুল ইসলাম মুকুল (৪৫)।

আসামীদের কাছ থেকে নগদ -৯৯০ টাকা, টালি খাতা-৩ টি, কলম-১ টি জব্দ করা হয়েছে। আসামীরা ঘটনাস্থল হতে অটোরিক্সা, পণ্যবাহি গাড়ি ও সিএনজি ড্রাইভারদের নিকট হতে নিয়মিত সিরিয়ালসহ বিভিন্ন নামে বলপূর্বক চাঁদা আদায় করে থাকে এবং চাঁদা না দিলে ভাড়ায় চালিত অটোরিক্সা,পণ্যবাহি গাড়ি ও সিএনজি ড্রাইভারদের ভয়ভীতি প্রদর্শনসহ গাড়ি ভাংচুর, ক্ষয়-ক্ষতি ও মারধর করে চাঁদা আদায় করাসহ যানবাহন চলাচলে বাধাপ্রদান করে।আসামীদের বিরুদ্ধে তানোর থানায় চাঁদাবাজির মামলা রুজু হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের আসামীরা তাদের বিরুদ্ধে আনীত অপরাধ স্বীকার করেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ