শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানি মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেল ৩:৫০ ঘটিকায় রাজশাহীর গোদাগাড়ী থানায় পৃথক দুটি অভিযানে পরিবহণে চাঁদাবাজিকালে চাঁদাবাজ চক্রের মূলহোতাসহ ৭ চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে। খবর বিজ্ঞপ্তির।
বিজ্ঞপ্তির খবর, কাকনহাট বাজারস্থ কড়াইতলা মোড়ে অভিযান ধৃত চাঁদাবাজরা হলো- কাকনহাট লাহিলাপাড়ার মোস্তফার ছেলে সুইট আলী (২৪), সুন্দরপুরের মৃত সিরাজ উদ্দিনের ছেলে বেনজীর আহাম্মেদ (৪০), কাকনহাট সেরেপাড়ার আহসান হাবিবের ছেলে আসিদুল ইসলাম (৩২), আসামীদের কাছ থেকে নগদ-৮,০৪০, চাঁদা আদায়ের টালিখাতা ৪ টি জব্দ করা হয়।
অপর একটি অভিযানে গোদাগাড়ি বাজারস্থ ডাইংপাড়া মোড়ে অভিযান চালিয়ে আয়হার রাহিপাড়ার হাবিবুর রহমানের ছেলে শহিদুল ইসলাম (৩৭ ), ভগমহন্তপুরের মজিবর রহমানের ছেলে রমজান আলী (২৭), বুজরুক রাজরামপুরের আমিনুল ইসলামের ছেলে তুষার আলী নাঈম (২৪) এবং রাজাবাড়িহাটের মৃত আলহাজ্ব বদরুদ্দৌজার ছেলে জিয়াউর রহমান পাইলট (৪২) কে গ্রেফতার করা হয়। আসামীদের কাছ থেকে নগদ-৭,৪২০ টাকা ও চাঁদা আদায়ের রশিদ বই ২টি জব্দ করা হয়।
সূত্র জানায়, আসামীরা অটোরিক্সা হতে নিয়মিতভাবে বলপূর্বক চাঁদা আদায় করে থাকে এবং চাঁদা না দিলে ভাড়ায় চালিত অটোরিক্সা ড্রাইভারদের ভয়ভীতি প্রদর্শনসহ গাড়ি ভাংচুর, ক্ষয়-ক্ষতি ও মারধর করে চাঁদা আদায় করাসহ যানবাহন চলাচলে বাধাপ্রদান করে।
আসামীগদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় চাঁদাবাজি মামলা রুজু হয়েছে।