রবিবার, ২০ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ ।
মান্দা প্রতিনিধি :
নওগাঁর মান্দায় চাঁদা না দেওয়ায় উপজেলার ফেরিঘাট এলাকায় সড়ক ও জনপদের (সওজ) সম্পত্তিতে অস্থায়ী দোকানঘর নির্মাণে ক্ষুদ্র ব্যবসায়ীদের বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ব্যবসায়ীদের অভিযোগ, উপজেলার কয়াপাড়া গ্রামের মানিক বিশ্বাস, তন্ময় বিশ্বাস, সাজু বিশ্বাস, আয়নাল হক ও মজনু চাঁদা না দিলে তাদের দোকানঘর নির্মাণ করতে দিচ্ছেন না। এরই মধ্যে ওই জায়গা বাঁশের খুঁটি দিয়ে ঘিরে রেখেছেন অভিযুক্ত যুবকেরা।
ঘটনায় শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়ার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন অন্তত ৩৫ জন ভুক্তভোগী ব্যবসায়ী।
অভিযোগে বলা হয়, সম্প্রতি ফেরিঘাট এলাকায় সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) রাস্তা সম্প্রসারণ কাজের জন্য ব্যবসায়ীরা তাদের দোকান সরিয়ে নেন। বর্তমানে কাজ শেষ হওয়ায় তারা পুরোনো জায়গার পেছনে দোকানঘর পুনঃনির্মাণ করতে গেলে বাধার মুখে পড়েন।
ফেরিঘাট এলাকায় ‘মান্দা অটোজ’ নামের একটি দোকানের মালিক আব্দুল মান্নান বলেন, ‘৪০ বছর ধরে এখানে মোটরসাইকেল মেরামতের কাজ করে জীবিকা চালাচ্ছি। রাস্তার কাজের সময় দোকান সরিয়েছিলাম। এখন আবার দোকান দিতে গেলে এক লাখ টাকা চাঁদা চাওয়া হচ্ছে।’
এমন অভিযোগ করেছেন শান্ত ফল ভান্ডারের মালিক প্রদীপ কুমার সরকারও। তিনি বলেন, ‘চাঁদা না দেওয়ায় আমাকে এবং আরও ৩৫ জন ব্যবসায়ীকে দোকানঘর নির্মাণ করতে দেওয়া হচ্ছে না। অনেককে হুমকিও দেওয়া হয়েছে। এরই মধ্যে চারজনের কাছ থেকে চাঁদার টাকা আদায়ও করা হয়েছে। আমার কাছেও এক লাখ টাকা দাবি করা হয়েছে।’
এ বিষয়ে অভিযুক্ত মানিক বিশ্বাস বলেন, ‘আমরা কারো কাছ থেকে চাঁদা চাইনি বা বাধা দিইনি। আমাদের বিরুদ্ধে অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।’
জানতে চাইলে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া বলেন, ‘চাঁদা দাবির বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’