রবিবার, ১৩ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
২০৩২ সালে ফের নতুন করে একটি গ্রহাণুর সঙ্গে সংঘর্ষ হতে পারে পৃথিবীর। তবে তার থেকে ভয়ঙ্কর কথা হল এই সংঘর্ষের আগে পৃথিবীর গ্রহ চাঁদের সঙ্গে সংঘর্ষ হতে পারে ওই গ্রহাণুর। লিভ লয়ের একটি রিপোর্ট অনুসারে এই তথ্য সামনে এসেছে। অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের এক গবেষক জানিয়েছেন, একটি গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসতে পারে। তবে সেটি পৃথিবীর আগে সংঘর্ষ ঘটাতে পারে চাঁদের সঙ্গে।
এই গবেষক জানিয়েছেন, যদি পৃথিবীর আগে চাঁদের সঙ্গে এই গ্রহাণুর সংঘর্ষ হয় তাহলে পৃথিবীর পক্ষে তা অনেক বড় বিপদ হবে। এই মহাকাশ গবেষক জানিয়ছেন, যদি চাঁদের সঙ্গে এই গ্রহাণুর সংঘর্ষ ঘটে তাহলে ৩৪০ টি হিরোশিমা বোমার মতো বিস্ফোরণ ঘটবে। এই বিস্ফোরণ পৃথিবী থেকে সরাসরি সকলেই দেখতে পারবেন। তবে এর ফলে চাঁদ ভেঙে টুকরো হয়ে যাবে। তার বিরাট প্রভাব পড়বে পৃথিবীর উপর।
নাসার গবেষকরা ইতিমধ্যে এই গ্রহাণুকে দেখতে পেয়েছেন। বিগত বছরের ডিসেম্বর মাসেই এই গ্রহাণুকে লক্ষ্য করা গিয়েছে। এই গ্রহাণুর সঙ্গে পৃথিবীর সংঘর্ষ হবে সেটা এখনই জোর করে বলা যাচ্ছে না। তবে চাঁদের সঙ্গে এর সংঘর্ষ নিয়ে ইতোমধ্যেই চিন্তায় পড়েছেন গবেষকরা। এই গ্রহাণুটি ১৩০ থেকে ৩০০ ফুট দীর্ঘ বলেই অনুমান করা হচ্ছে। তবে এটি যেকোনও দেশকে শেষ করে দেওয়ার মতো শক্তি রাখে।
যদি চাঁদের সঙ্গে এর সংঘর্ষ হয় তাহলে সেখান থেকে পৃথিবীর জোয়ার ভাটায় বড় পরিবর্তন আসতে পারে। তবে গবেষকরা মনে করছে এটি কাছে আসতে এখনও বেশ খানিকটা সময় রয়েছে। সেদিক থেকে দেখতে হলে এর গতিবিধি সম্পর্কে আরও বেশি জানা যাবে। প্রশান্ত মহাসাগর, দক্ষিণ আমেরিকা, আটলান্টিক মহাসাগর, আফ্রিকা, আরব সাগর এবং দক্ষিণ এশিয়ার দেশের উপর এর বিরাট প্রভাব পড়বে।
গবেষকরা মনে করেন এর আগেও বেশ কয়েকবার এমন পরিস্থিতির শিকার হয়েছে পৃথিবী। তবে সেখান থেকে রক্ষা পেয়েছে এই নীল গ্রহ। এবার কী হয় সেটাই দেখার।
তথ্যসূত্র: আজকাল অনলাইন