সোমবার, ২৯ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
চাঁদের নিচে তারা। আরবি হরফ ‘বা’ এর মতো দেখতে। এমন দৃশ্য দেশের বিভিন্ন জায়গা থেকে দেখা যাচ্ছে। এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকেই বলছেন, এমন দৃশ্য এই প্রথম দেখছেন তারা। এর আগে কারও চোখে পড়েনি। এমন দৃশ্যকে সবাই অসাধারণ বলে আক্ষা দিচ্ছে।
শুক্রবার (২৪ মার্চ) সন্ধ্যা ছয়টার দিকে চাঁদ আর তারা একই সাথে ছিল। সময় যাওয়ার সাথে সাথে চাঁদ থেকে দূরে সরে যাচ্ছে তারা। ক্রমনয়ে চাঁদের নিচের দিকে নেমে যাচ্ছে তারা। তবে এমন ঘটনা বিরল বলছে অনেকেই।
মাইনুল হাসান জনি নামের এক ব্যক্তি তার ফেসবুকে লেখেছেন‘ সুবহানাল্লাহ চাঁদ আর শুক্র গ্রহের এমন অবস্থা সত্যিই বিরল এবং অসাধারণ একটি দৃশ্য! এটি দেখতে অনেকটা আরবি হরফ “বা” ب এর মতো। চাঁদ ও তারা।’
নগরীর বুধপাড়া এলাকার সাইদুল ইসলাম বলেন, আমি কোন দিন এমন দৃশ্য দেখিনি। জীবনের প্রথমন এমন দৃশ্য দেখলাম। অনেক সময় গভীর রাতে চাঁদের আশেপাশে তারা দেখা যায়। কিন্তু এত কাছে কখনো দেখিনি।
একই এলাকার শামসুজ্জামান বলেন, আমার বয়স ৬০ বছরের বেশি। আমি এর আগে কখনও দেখিনি। আমার দেখায় এটি সবচেয়ে বিরল দৃশ্য। ছয়টার দিকে চাঁদ আর তারা একদম কাছাকাছি ছিল। কিছুক্ষণের মধ্যে দূরে সরে গেলে তারা। তারপরেও অনেক সন্দর লাগছে দেখতে।
রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষণাগারের ইনচার্জ কামাল হোসেন বলেন, বিষয়টি আমাদের জানা নেই, কি কারণে এমনটি হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবশ বিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, পৃথিবীর সব কিছুরই কোন না কোন কারণ আছে। আজকে যে চাঁদের নিচে তারা দেখা গেছে, এটার পেছনে অবশ্যই সাইন্স কাজ করছে। তবে ঠিক কি কারণে এরকম দেখা যাচ্ছে সেটা বিজ্ঞানীরা আজও খুঁজে পাইনি।