বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে বিশেষ ক্ষমতা আইনে দায়ের মামলায় মামুন আলী নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছর কারাদন্ডের আদেশ দিয়েছে ট্রাইবুনাল। বৃহস্পতিবার(২৩ মার্চ) বিকেল ৫টায় স্পেশাল ট্রাইবুনাল-১ এর বিচারক মোহা:আদীব আলী আসামীর উপস্থিতিতে দন্ড প্রদান করেন। একই মামলায় অন্য ৩ আসামীকে খালাস দেয় ট্রাইবুনাল। মামুন সদর উপজেলার চকলামপুর গ্রামের দবির বিশ্বাসের ছেলে।
রাষ্টপক্ষের আইনজীবী মো:নাজমুল আজম জানান,২০১৬ সালের ৭ সেপ্টেম্বর শিবগঞ্জের পুরাতন বাররশিয়া এলাকায় পুলিশের হাতে ১ হাজার ৪০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার হয় মামুন। এ ঘটনায় ওইদিন ২ জনকে আসামী করে মামলা করে শিবগঞ্জ থানার উপপরিদর্শক গোলাম রসুল। মামলার তদন্ত কর্মকর্তা ও শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক সরোয়ার রহমান ২০১৬ সালের ১৬ নভেম্বর ৪ জনকে অভিযুক্ত করে ট্রাইবুনালে চার্জশীট দাখিল করে।