চাঁপাইনবাগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন!

আপডেট: ডিসেম্বর ১৯, ২০২৩, ৭:২৬ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :


চাঁপাইনবাবগঞ্জের পাঠানপাড়ায় পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের পশ্চিম পাঠানপাড়া এলাকায়। নিহত শম্পা (৩২) হচ্ছে মো. বিশুর মেয়ে। এ ঘটনায় অভিযুক্ত আব্দুল্লাহকে গ্রেফতার করতে পুলিশ অভিযানে নেমেছে। তবে শম্পা ও তার স্বামী আব্দুল্লাহ পশ্চিম পাঠানপাড়ার তরিকুল ইসলামের বাড়িতে ভাড়টিয়া হিসেবে বসবাস করতো।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শম্পার সাথে গোদাগাড়ি উপজেলার আব্দুল্লাহ’র ১২ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে আব্দুল্লাহ ব্যবসার সুবাদে বিভিন্ন স্থানে অবস্থান করতো। গত ২০ দিন আগে সে পশ্চিম পাঠানপাড়ার তরিকুল ইসলামের বাড়ি ভাড়া নিয়ে সেখানে বসবাস শুরু করে। মঙ্গলবার দুুপুর সাড়ে ১২টার দিকে আব্দুল্লাহ তার স্ত্রী শম্পাকে শ্বাসরোধ করে হত্যা করে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আলামত জব্দ করেন।

এদিকে এলাকাবাসী জানায়, আব্দুল্লাহ আচরণ ভাল ছিল না, সে নেশা করতো। এবিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মিন্টু রহমান জানান, পারিবারিক কলহের জেরে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। তিনি আরও জানান, ময়নাতদন্তের পর হত্যার মূল ঘটনা জানতে পারা যাবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ