রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
চাঁপাইনবাবগঞ্জ অফিস
চাঁপাইনবাবগঞ্জে ‘আম সম্পদের উন্নয়ন বিষয়ক’ এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার শহরের স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত কর্মশালায় বক্তারা চাঁপাইনবাবগঞ্জকে আমের রাজধানী হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন। পাশপাশি বিদেশে রফতানির জন্য কীটনাশকমুক্ত আম উৎপাদনে সবাইকে এক সঙ্গে কাজ করার আহবান জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ মিজানউদ্দিন। চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যাণতত্ব গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হামিম রেজার সভাপতিত্বে কর্মশালায় ‘আম চাষাবাদে মাঠ পর্যায়ে বিদ্যমান সমস্যা ও উত্তরণের উপায়’ নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. গোলাম মোর্ত্তজা। এছাড়া ‘আম সম্পদের সম্ভাবনা, রফতানি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা’ বিষয়ে আলোচনা করেন ফল বিজ্ঞানী করেন ড. মো. শরফ উদ্দিন।
কর্মশালায় বক্তারা বলেন, বাংলাদেশে উৎপাদিত আমের সিংহভাগ যোগান দেয়া হয় চাঁপাইনবাবগঞ্জ থেকে। ২০১৫ সাল থেকে চাঁপাইনবাবগঞ্জের আম ইউরোপের দেশগুলোতে রফতানি হচ্ছে। গতবছরও প্রায় সাড়ে ৬শ মেট্রিকটন আম বিদেশে পাঠানো হয়েছে। আন্তর্জাতিক মান সম্পন্নভাবে আম উৎপাদন করতে পারলে শুধু ইউরোপ নয় আমেরিকা, কানাডাসহ মধ্যপ্রচ্যের দেশগুলোতে আম রফতানির নতুন বাজার পাওয়া সম্ভব। তাই ফরমালিন ও কীটনাশকমুক্ত আম উৎপাদনের বিষয়টিতে নজর দেয়ার ওপর গুরাত্বারোপ করেন বক্তারা।
দিনব্যাপী এ কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক মাহমুুদুল হাসান, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম, এসিআই ফার্টিলাইজারের নির্বাহী পরিচালক (অ্যাগ্রো) ড. এফএইচ আনসারী, বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের পরিচালক ড. মো. আমজাদ হোসেন, গাজীপুর উদ্যানতত্ব গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মদন গোপাল সাহা, ‘জাতীয় বৃক্ষ আমগাছ’ বইয়ের লেখক সাংবাদিক সাব্বির আহমেদ প্রমুখ।