চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের অফিসার্স ক্লাবের টেনিস কোর্টে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
কয়েক মাস আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নতুন টেনিস ক্লাব নির্মান ও উদ্বোধনের পর, অফিসার্স ক্লাবের টেনিস কোর্টে খেলা খুব বেশি হত না। বিস্ফোরণে কোন ক্ষয়ক্ষতি হয়নি। ককটেল বিস্ফোরণের পর ওই এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এদিকে এই ঘটনার কিছুক্ষণ পরই শহরের শান্তিমোড় এলাকায় আরো দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। এছাড়া কয়েক দিন আগে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বি এন এম) মনোনীত প্রাথী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাওলানা আব্দুল মতিন এর বাসভবন ও জেলা নির্বাচন অফিসের দেয়ালে ককটেল বিস্ফোরণ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, অফিসার্স ক্লাবের টেনিস কোর্টে সন্ধ্যার দিকে দুটি ককটেল বিস্ফোরণ ঘটার পর পরই ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করা হয়েছে, আপরাধীদের সনাক্ত ও গ্রেফতারে আমরা কাজ করছি।