চাঁপাইনবাবগঞ্জের নেসকোর মিটার রিডারদের কর্মবিরতি

আপডেট: জানুয়ারি ২২, ২০২৪, ৮:৫৫ অপরাহ্ণ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জে নেসকোর মিটার রিডারদের অনির্দিষ্টকাল কর্ম বিরতি চলমান রয়েছে। সোমবার (২২ জানুয়ারি) নেসকো চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে মানববন্ধন করেন মিটার রিডাররা।

মানববন্ধনে বক্তব্য দেন, পিচরেট কর্মচারী এক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি আশরাফুল ইসলাম, সদস্য মোস্তাফিজুর রহমান নয়নসহ অন্যরা বক্তব্য দেন।
এসময় তারা বলেন, পূর্বের পিডিবিতে মিটার রিডার হিসাবে চাকরি শুরু করার পর, এখন কারো কারো চাকরির বয়স ২০ থেকে ২৫ বছর। নেসকো গঠন হওয়ার পর তাদের চাকরি স্থায়ীকরণের আশ্বাস দেয়া হলেও কয়েকজনের চাকরি স্থায়ী করে অধিকাংশ মিটার রিডারের চাকরি স্থায়ীকরণ করা হয়নি।

এতে মিটার রিডাররা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে। উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি থেকে রাজশাহী ও রংপুর বিভাগের মিটার রিডাররা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন শুরু করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ