চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:ভারত থেতে আলু আমদানীর প্রভাব পড়তে শুরু করেছে বাজারে। চাঁপাইনবাবগঞ্জে বাজার গুলোতে আলু দাম কমেছে কেজি প্রতি ৮-১০ টাকা।
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ১৬ ট্রাকে ৩৯৮ মেট্রিক টন আলু এসেছে ভারত থেকে।
সোনামসজিদ স্থলবন্দর পরিচালনার দ্বায়িত্বে থাকা পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার অপারেশন কামাল হোসেন জানান, বৃহস্পতিবার থেকে আবারো ভারত থেকে আলু আমদানী শুরু হয়েছে, প্রথম দিন একটি ট্রাকে ২৮ টন আলু এসেছিলো, এরপর শনিবার ১৫ ট্রাকে ৩৭০ মেট্রিক টন আলু এসেছে। রোববার (৪ ফেব্রুয়ারি) বিকাল নাগাদ আরো আলু ট্রাক আসতে পারে।