চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার টিসিবির স্মার্ট ফ্যামেলি কার্ড বিতরণ

আপডেট: জানুয়ারি ১৮, ২০২৫, ৯:১১ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ-টিসিবি’র প্রথম ধাপে ১২১৩ স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) সকালে শিবগঞ্জ পৌরসভা চত্বরে এই নিম্নআয়ের মানুষের মাঝে এই স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিবগঞ্জ পৌরসভার প্রশাসক মো. আজাহার আলী। এ সময় তিনি জানান, শিবগঞ্জ পৌরসভায় টিসিবির কাডধারীর সংখ্যা ৩ হাজার ৪২৯। দ্বিতীয় ধাপে বাকিদের মাঝে স্মার্ট ফ্যামিলি কার্ড দেয়া হয়।

এতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়রা খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুৎ তোয়াব ও শিবগঞ্জ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আবদুল বাতেনসহ অন্যরা। পরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে শিবগঞ্জ পৌরসভা এলাকায় পরিচ্ছন্নতা, মশক নিধন, জলাবদ্ধতা নিরসন কার্যক্রম ও শিবগঞ্জ পৌরসভা জামে মসজিদের দ্বিতয় ভবনের ছাদ ঢালাই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

Exit mobile version