চাঁপাইনবাবগঞ্জে অপহৃত বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে বিএসএফ

আপডেট: ফেব্রুয়ারি ১২, ২০১৭, ১২:১০ পূর্বাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ অফিস


চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চরবাগাঙ্গা সীমান্ত এলাকা থেকে অপহরণ করে নিয়ে যাওয়ার ১৩ দিন পর বাংলাদেশি নাগরিক আনারুল ইসলামকে (৩০) বিএসএফর সহায়তায় দেশে ফিরিয়ে এনেছে বিজিবি। অপহৃত আনারুল ইসলাম উপজেলার চরবাগডাঙ্গা রোডপাড়ার আবদুল হাকিমের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ ৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুল এহসান জানান, গত ২৯ জানুয়ারি  চরবাগডাংগা সীমান্ত থেকে বাংলাদেশি নাগরিক আনারুল ইসলামকে অপহরণ করে নিয়ে যায় ভারতীয় দুর্বৃত্তরা। বিষয়টি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে জানানো হলে তারা অপহৃত বাংলাদেশিকে উদ্ধার করে। গত  শুক্রবার চরবাগাডাঙ্গা সীমান্তে বিজিবি বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে আনারুলকে ফেরত দেয়া হয়। তাকে তার স্বজনদের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ