চাঁপাইনবাবগঞ্জে ‘অপারেশন ঈগল হান্ট’ মামলা ।। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন শীর্ষ জঙ্গি নেতা ‘হাতকাটা সোহেল’

আপডেট: আগস্ট ১৩, ২০১৭, ১২:২৫ পূর্বাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ অফিস


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জঙ্গি আস্তানায় আইনশৃঙ্খলা বাহিনী পরিচালিত ‘অপারেশন ঈগল হান্ট’-এর ঘটনায় দায়ের করা মামলায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার অন্যতম প্রধান পরিকল্পনাকারী ও শীর্ষ জঙ্গি নেতা সোহেল মাহফুজ ওরফে ‘হাতকাটা সোহেল’। গতকাল শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের আদালতে জঙ্গি তৎপরতায় নিজের জড়িত থাকার বিষয়ে তিনি এই জবানবন্দি দেন।
শিবগঞ্জ থানার ওসি হাবিবুল ইসলাম হাবিব জানান, গত ২৬ ও ২৭ এপ্রিল শিবগঞ্জ উপজেলার শিবনগর ত্রিমোহনী এলাকার একটি জঙ্গি আস্তানায় ‘অপারেশন ঈগল হান্ট’ পরিচালনা করে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে জঙ্গি আবুসহ চারজন নিহত হয়। এ ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় গত বৃহস্পতিবার জঙ্গিনেতা সোহেল মাহফুজ এবং ‘অপারেশন ঈগল হান্ট’-এ নিহত জঙ্গি আবুর স্ত্রী সুমাইয়া বেগমকে তিন দিনের রিমান্ডে নেয় শিবগঞ্জ থানা পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে জঙ্গি কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে সোহেল।
প্রসঙ্গত, গত ৭ জুলাই গভীর রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পুশকুনি এলাকায় গোপন বৈঠক করার সময় রাজধানীর গুলশানে হলি আর্টিজানে হামলার অন্যতম পরিকল্পনাকারী সোহেল মাহফুজসহ চার জনকে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে ‘অপারেশন ঈগল হান্ট’-এ নিহত জঙ্গি আবুর স্ত্রী সুমাইয়া বেগমকে ঘটনার সময় গ্রেফতার করা হয়েছিলো।