চাঁপাইনবাবগঞ্জে অবরোধে বেড়েছে ট্রাকভাড়া

আপডেট: নভেম্বর ১২, ২০২৩, ৭:১৪ অপরাহ্ণ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:


চলমান অবরোধেও স্বাভাবিক রয়েছে দেশের দ্বিতীয় স্থলবন্দর সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম।
আলু ও পেঁয়াজ সহ বিভিন্ন পণ্য নিয়ে ভারত থেকে আগের মতই আসছে ট্রাক। তবে আমদানি হওয়া এসব পণ্য দেশের অভ্যন্তরে পরিবহনে গুণতে হচ্ছে বাড়তি ভাড়া।

সোনামসজিদ স্থলবন্দরে প্রকার ভেদে পেয়াঁজের কেজি ৬০ থেকে ৮০ টাকা। অন্যদিকে আলুর কেজি ২৮-৩১ টাকার মধ্য। ব্যবসায়ীরা বলছেন, অবরোধের কথা বলে পণ্যবাহী বাংলাদেশি ট্রাক ভাড়া বেড়েছে কয়েকগুণ। যার প্রভাব পড়ছে পণ্যের দামে।

সোনামসজিদ স্থলবন্দরের অন্যতম পেয়াঁজ ও আলু আমদানিকারক মনিরুল ইসলাম মালিক জানান, অবরোধের কারণে ট্রাক ভাড়া অন্তত ১৫ হাজার টাকা বেড়েছে। আগে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা ২৯-৩০ হাজার টাকা ভাড়া ছিলো, সেটা এখন ৪২-৪৫ হাজার টাকা হয়েছে। অন্যদিকে চট্টগ্রামের ভাড়া ছিলো ৩৫ হাজার সেটা এখন ৫০-৫৫ হাজার।

একদিকে ডলারের মূল্য বৃদ্ধির কারণে আমদানি খরচ বাড়ছে, অন্যদিকে দেশে পরিবহন খরচ বাড়ায়, সবমিলিয়ে পণ্যের দাম বেড়ে যাচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর কাস্টমের ডেপুটি কমিশনার প্রভাত কুমার সিংহ জানান, শনিবার (১১ নভেম্বর) ৪১ ট্রাকে ১১৪১ মেট্রিক টন পেয়াঁজ ও ২৮ ট্রাকে ৭৫৬ মেট্রিক টন আলু এসেছে। বন্দরের আমদানি ও রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

সোনামসজিদ স্থলবন্দর পরিচালনাকারী পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাইনুল ইসলাম জানান, প্রশাসনের সহযোগিতায় দেশের অভ্যন্তরে আইনশৃঙ্খলা বাহিনির নিরাপত্তায় পণ্যবাহী ট্রাক বন্দর থেকে নির্ধারিত গন্তব্যে পৌঁছানো হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ