চাঁপাইনবাবগঞ্জে অর্থনৈতিক শুমারির জেলা প্রতিবেদন প্রকাশ

আপডেট: ডিসেম্বর ৩০, ২০১৬, ১২:১৬ পূর্বাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ অফিস


চাঁপাইনবাবগঞ্জে অর্থনৈতিক শুমারি-২০১৩ এর জেলা রির্পোট প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পরিসংখ্যান অফিস এই অনুষ্ঠানের আয়োজন করে। চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. আবু জাফরের সভাপতিত্বে মোড়ক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসান।
স্বাগত বক্তব্য দেন জেলা পরিসংখান অফিসের উপ পরিচালক মোছা. উম্মে কুলছুম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ তৌফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুর রহমান খান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ন্যাশনাল একাউন্টিং উইংয়ের উপ পরিচালক মো. সাহাবুদ্দীন সরকার। এসময় আরো উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিসংখ্যান অফিসার মাহমুদা খাতুন রুনাসহ জেলার বিভিন্ন বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা, শিক্ষকবৃন্দ।

এ বিভাগের অন্যান্য সংবাদ