সোমবার, ২৯ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ সভুঅ) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হল রুমে সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রওশন আলীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কমিটির মূখ্য উপদেষ্টা সংসদ সদস্য মোঃ আব্দুল ওদুদ, ফেরদৌসী ইসলাম জেসী এমপি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তসিকুল ইসলাম তসি, ভাইস চেয়ারম্যান মোঃ তোসিকুল আলম বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার।
বক্তারা বলেন, অশিক্ষা, দারিদ্র, নিরাপত্তহীনতা ও সামাজিক নানান কুসংস্কারের কারণে এ আইনের তোয়াক্কা না করে বাল্যবিবাহ অব্যাহত রয়েছে। এর প্রভাবে নারী শিক্ষার অগ্রগতি ব্যাহত হওয়া ছাড়াও মাতৃ মৃত্যুর হার বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে মারা যাচ্ছে নবজাতকও। এছাড়া বিবাহ বিচ্ছেদের হারও আশংকাজনক হারে বেড়ে যাওয়ার পাশাপাশি পারিবারিক অশান্তি দেখা দিচ্ছে।
তৃণমূল পর্যায়ে উঠান বৈঠক ও মা সমাবেশ করলে এ পথ থেকে উত্তরণ পাওয়া যাবে। পাশাপাশি বাল্যবিবাহ বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এছাড়া এখনো মাদকের ব্যবহারের পাশাপাশি সনও বিক্রি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সমাজ থেকে চিরতরে মাদককে দূর করতে না পারলে তরুণ ও যুব সমাজ ধ্বংসের পথে ধাবিত হবে।
তাই মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গড়তে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে। সরকারের উন্নয়ন অগ্রযাত্রা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে এবং জনগণের জানমাল নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর উপর গুরুত্বারোপ করা হয়। পরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে একই স্থানে সদর উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়।