রবিবার, ২ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
চাঁপাইনবাবগঞ্জ অফিস
চাঁপাইনবাবগঞ্জে একটি পিস্তল, দুইটি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলিসহ জালাল শেখ (৫০) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল শনিবার দুপুরে জেলা শহরের নিউমার্কেট কাঁচাবাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. জালাল শেখ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউ্িনয়নের জামভাটা এলাকার মৃত সেরাজ উদ্দিনের ছেলে। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের একটি দল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে নিউ মার্কেট ১ নম্বর গেট সংলগ্ন কাঁচাবাজার এলাকার একটি দোকানে অভিযান চালিয়ে একটি পিস্তল, দুইটি ম্যাগজিন, ৫ রাউন্ড ও দুইটি খেলনা পিস্তলসহ জামাল শেখকে আটক করে। এই ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা হয়েছে।