চাঁপাইনবাবগঞ্জে আতঙ্ক ছড়াতে কিশোর গ্যাং তৎপর

আপডেট: মার্চ ২৭, ২০২৩, ১১:৪৩ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে চলেছে। আইনশৃঙ্খলাবাহিনী ককটেলবাজদের শনাক্ত এবং গ্রেফতার করতে না পারায় তারা আরো বেপরোয়া হয়ে উঠছে। হঠাৎ করে ককটেল বিস্ফোরণের ঘটনা বেড়ে যাওয়া ও পরিত্যক্ত ককটেল উদ্ধারের বিষয়টি আইনপ্রয়োগকারী সংস্থাকে ভাবিয়ে তুলেছে। তবে কেউ হতাহত নাহলেও এলাকার মানুষের মাঝে আতংক বিরাজ করছে।

স্থানীয়রা জানায়, গত রোববার রাত ৯ টার দিকে শহরের নিমতলা এলাকায় ১০-১২ জন কিশোর দল বেঁধে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এসময় ৪ টি ককটেলের বিস্ফোরণ ঘটে। আর বাকি ৪টি ককটেল ব্যস্ততম এলাকা নিমতলায় অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। এরপর কিশোর গ্যাংরা আরামবাগ মোড়ে ইটপাটকেল ছুঁড়ে আতঙ্ক সৃষ্টি করে এবং এসময় পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ৪টি ককটেল উদ্ধার করে।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক নিমতলার জনৈক ব্যক্তি বলেন, হঠাৎ করে কিছু কিশোর ককটেলগুলো নিমতলা মোড়ে নিক্ষেপ করেই পালিয়ে যায়। এসময় তারাবি নামাজে থাকা মুসল্লী ও স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কোন এলাকার অভ্যন্তরীণ দ্বন্দ্বকে কেন্দ্র করে আতঙ্ক সৃষ্টি করতে কিশোর গ্যাংরা এমন কাজ করে থাকতে পারে।

এব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) চৌধুরী মাহফুজুর রহমান জানান, ঘটনাস্থল হতে ৪ টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। প্রসঙ্গত, এর আগে গত শুক্রবার (২৪ মার্চ) বিকেলে সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাইনাপাড়া এলাকায় স্থানীয় একটি রাস্তাকে কেন্দ্র্র করে ১০/১২টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ বিভাগের অন্যান্য সংবাদ