চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

আপডেট: ডিসেম্বর ৯, ২০২৪, ১০:০৬ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি


‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার (৯ ডিসেম্বর) সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় সংগীতের পরিবেশনের মধ্যদিয়ে জাতীয় ও দুর্নীতি দমন কমিশন পতাকা উত্তোলন করা হয় এবং এরপর রংবেরংয়ের বেলুন উড়িয়ে দিবসটির সূচনা করা হয়।। পরে জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’র যৌথ আয়োজনে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

এসময় মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন শিক্ষার্থীসহ পেশাজীবীরা অংশগ্রহণ করে। শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বিপিএম-সেবা, সিভিল সার্জন ডা. এস.এম মাহমুদুর রশিদ, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা প্রমুখ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক মোঃ ফখরুল আবেদীন হিমেল প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’র সাধারণ সম্পাদক মোঃ মসিউল করিম বাবু।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version