শনিবার, ১ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
চাঁপাইনবাবগঞ্জ অফিস
চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকার ‘লাল বোর্ডিং’ নামে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে চার নারী ও পাঁচ যুবকসহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার রাত ১২টার দিকে সদর থানা পুলিশ ওই হোটেলে অভিযান চালায়।
গ্রেফতারকৃতরা হলেন- বাগেরহাট জেলার নাগের বাজার এলাকার শহিদ মোল্লার মেয়ে জুই (২৬), মন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার নুধুয়া গ্রামের নুর মোহম্মদের মেয়ে মুক্তা (২৫), রাজশাহীর বোয়ালিয়া থানার পঞ্চবটি খরবোনা এলাকার রেজাউলের দুই মেয়ে রিনা (২৬) ও সুমি খাতুন (২২), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের আমিন হোসেনের ছেলে রুহুল আমিন (৩২), একই ইউনিয়নের আবদুল মালেকের ছেলে জিয়ারুল (৩৫), আতাউর রহমানের ছেলে ওবাইদুর (২৯), শিবগঞ্জের সাবেক লাভাঙ্গা এলাকার নাইমুলের ছেলে দুরুল (৩০), জেলার ভোলাহাট উপজেলার তাতীপাড়ার আবুল মিস্ত্রির ছেলে জুয়েল (৩০) ও হোটেল কর্মচারী বরগুনা জেলার পাতাকাটা এলাকার আবুল গফুর ইউপি সদস্যের ছেলে ফুল মিয়া (৪০)।
এ বিষয়ে সদর থানার ওসি (তদন্ত) চৌধুরী জোবায়ের আহম্মেদ জানান, অভিযানের সময় আরো ৪-৫ জন পালিয়ে যায়। তিনি বলেন, এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।