মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৭ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের পাঠানপাড়াস্থ শহীদ মনিমুল হক সড়কের আওয়ামী লীগ অফিসের সন্নিকটে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সদ্য নির্বাচিত সংসদ সদস্য আব্দুল ওদুদের কর্মী-সমর্থকদের লক্ষ্য করে ককটেল হামলা চালায় দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি। শুক্রবার (৩ ফেব্রয়ারি) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সদর মডেল থানার ওসি এ কে এম আলমগীর জাহানের নেতৃত্বে পুলিশের ৩টি দল ঘটনাস্থলে যায় এবং রাতেই অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সার্কেল মো. আতোয়ার রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি এ কে এম আলমগীর জাহান জানান, বর্তমানে অবস্থা স্বাভাবিক রয়েছে। তিনি আরো জানান, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। জানা গেছে, এর আগে রাত সোয়া ৭টার দিকে আব্দুল ওদুদ এমপির ওয়ালটন মোড় এলাকার নাহলা ভবনের রাজনৈতিক কার্যালয়ের সামনে দিয়ে দু’টি মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা আব্দুল ওদুদ এমপিকে উদ্দোশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ সময় অফিসে থাকা নেতাকর্মীরা তাদের ধাওয়া করলে তারা বড় ইন্দারা মোড়ে তাদের ব্যবহৃত মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে ফেলে যাওয়া মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে যায়। তবে ঘটনার সময় কার্যালয়ে নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল ওদুদ ছিলেন না। এ ঘটনার প্রায় দেড় ঘণ্টা পর আওয়ামী লীগ অফিসের সন্নিকটে ককটেল হামলার ঘটনা ঘটে। পরে এমপি ওদুদের কর্মী-সমর্থকরা ঘটনাস্থলে গিয়ে অবস্থান নেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে উত্তেজিত কর্মী-সমর্থকদের নিবৃত্ত করে। এ ঘটনায় রাতেই আ.লীগ কর্মী রফিকুল ইসলাম বাদি হয়ে সদর মডেল থানায় মামলা দায়ের করে বলে জানান ওসি। তবে, গত শুক্রবার রাতেই শহরের ডোমপাড়া এলাকায় আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলে ইব্রাহিম আলী নামে একজন আহত হয়। তাকে জেলা হাসপাতালে ভর্তি করা হয় এবং এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তাকে পুলিশ আটক করে। এদিকে, গতকাল শনিবার দুপুর সোয়া ১২ টার দিকে পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব জেলা আওয়ামী লীগ অফিস ও সদ্য নির্বাচিত এমপির রাজনৈতিক অফিস সংলগ্ন এলাকা পরিদর্শন করেন।