সোমবার, ১৭ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
শিবগঞ্জ প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের চকআলমপুর থেকে ৬১ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে আটক করেছে র্যাব। আটককৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চক আলমপুর পাঠানপাড়ার ছাত্তার (২৫), মহারাজপুর মিয়াপাড়াট আব্দুল আলীম (৩০) ও শিবগঞ্জ উপজেলার পারকেজিপুর এলাকার মুকুল হোসেন (৫৪)।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৭ জানুয়ারি) রাত ১০ টার দিকে মাদক ক্রয় বিক্রয়ের সময় হাতেনাতে ৬১ পিচ ইয়াবাসহ ৩ জনকে আটক করে র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল। এ সময় ইয়াবা সেবনের সরঞ্জামাদিও জব্দ করে র্যাব।