রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে মাদক আইনের একটি মামলায় মফিজ আলী(৪৫) নামে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড সেই সাথে ৫০ হাজার টাকা জরিমাননা অনাদায়ে ২ বছর কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃৃহস্পতিবার (২ মে) বিকেল ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ মোহা: আদীব আলী দন্ডিতের উপস্থিতিতে আদেশ প্রদান করেন। মফিজ শিবগঞ্জের রসুলপুর গ্রামের মৃত.ফজলুর ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান,২০২১ সালের ২৯ নভেম্বর নয়ালাভাঙ্গা ঝিল্লিপাড়া গ্রামে বাঁশঝাড়ের নিকট র্যাব অভিযান চালায়। অভিযানে ১ কেজি ৮৩৫ গ্রাম হেরোইনসহ আটক হয় মফিজ। এ ঘটনায় পরদিন ৩০ নভেম্বও শিবগঞ্জ থানায় মামলা করে র্যাবের জেসিও রবিউল ইসলাম।
২০২২ সালের ৩১ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা ও শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক মেসবাহুল হক মামলার অভিযোগপত্র জমা দেন।