সোমবার, ২১ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের পক্ষ থেকে একুশে পদকপ্রাপ্ত জিয়াউল হককে সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার (৪ মার্চ) দুপুরে চেম্বার ভবনে এ সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী মনোজ কুমার। এ সময় তিনি একুশে পদক প্রাপ্ত জিয়াউল হককে ভারতীয় হাই কমিশনের পক্ষ থেকে উপহার তুলে দেন, সেই সাথে জিয়াউল হক সাধারণ পাঠাগারটির নতুন ভবনসহ অবকাঠামোগত উন্নয়নে ভারতীয় হাই কমিশন উদ্যোগের কথাও ঘোষনা দেন।
চাঁপাইনবাবগঞ্জে চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ঢাকার প্রধান নির্বাহী কর্মকর্তা সুমন্ত ঘোষ, চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিন্টু রহমান,ব্যবসায়ী মসিউল করিম বাবু, রিমন রোহানসহ অনান্যরা।