শনিবার, ২৫ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১১ আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালত এক কোচিং সেন্টারকে ১২ হাজার টাকা জরিমানা করেছেন। গতকাল বুধবার সকালে জেলা শহরের অ্যামবিশন কোচিং সেন্টারে এ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, এসএসসি পরীক্ষা চলাকালীন সরকারের নিদের্শনা অনুযায়ী সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জে সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে। ইতোমধ্যে কোচিং সেন্টারের পরিচালকদের নিয়ে জেলা প্রশাসনের এবিষয়ে সভা অনুষ্ঠিত হয়। এদিকে, বুধবার সকালে কোচিং সেন্টার খোলা রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম জেলা শহরের স্কুল-কলেজ রোড এলাকার অ্যামবিশন কোচিং সেন্টারকে ১২ হাজার টাকা জরিমানা এবং পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তালা দেয়া হয়।