চাঁপাইনবাবগঞ্জে ওদুদ এমপির বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ

আপডেট: ফেব্রুয়ারি ২, ২০২৩, ১১:৩৭ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :


চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে সদ্য নির্বাচিত সংসদ সদস্য আব্দুল ওদুদ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে আ’লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি জেলা শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান এবং পরে তাকে ফুলেল শুভেচ্ছা জানান দলের নেতাকর্মীরা। এসময় সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, নৌকার বিজয় মানেই বাংলাদেশ আওয়ামী লীগ তথা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। কুচক্রি মহল ষড়যন্ত্র করেছিল নৌকাকে পরাজিত করার, সেটিতে তারা সফল হয়নি। চাঁপাইনবাবগঞ্জ নৌকার ঘাঁটি, সকল ষড়যন্ত্র উপক্ষো করে এ জয় সদর উপজেলাবাসীর প্রতি উৎসর্গ করা হলো।

তিনি আরো বলেন, যেসব উন্নয়ন থেমে আছে, সেসব উন্নয়নে প্রধানমন্ত্রীর আন্তরিকতায় আবার সচল করা হবে। বিশেষ করে, ৪ লেন মহাসড়ক, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩য় শ্রেণির ভর্তি সংক্রান্ত জটিলতা নিরসন, অর্থনৈতিক অঞ্চল, সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত রেললাইন সম্প্রসারণ, শেখ কামাল আইটি পার্ক স্থাপনে মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তুলে ধরা হবে। তিনি অবশ্যই এগুলো কাজ আন্তরিকতার সাথে করে দিবেন। এছাড়া আরো যে সব সমস্যা রয়েছে তা অল্প সময়ে মধ্যে সমাধান করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ