চাঁপাইনবাবগঞ্জে কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট: জানুয়ারি ২১, ২০১৭, ১২:১৬ পূর্বাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ অফিস


চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আরামবাগের একটি বাড়ি থেকে গতকাল শুক্রবার সকালে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে এটি হত্যা না আত্মহত্যা তা তাৎক্ষনিকভাবে জানাতে পারে নি পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) রনি সাহা, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে গতকাল সকাল সোয়া ৮টার দিকে পৌর এলাকার আরামবাগের ভাড়া বাড়ি থেকে দরজা ভেঙে কলেজ ছাত্রী নাজমুন নাহার মুন্নীর (২১) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহত মুন্নী চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের ইতিহাস বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। সে সদর উপজেলার নারায়ানপুর ইউনিয়নের দেবীপুর গ্রামের সাইফুদ্দিন আলমের মেয়ে। পুলিশ জানায়, মুন্নী ডিগ্রী পড়ুয়া তার আরেক বোনকে নিয়ে ওই বাড়িতে ভাড়া থাকতো। সদর মডেল থানার ওসি মাজহারুল ইসলাম জানান, মুন্নীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর তা বোঝা যাবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ