চাঁপাইনবাবগঞ্জে কৃষিবিদ দিবস পালন

আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০১৭, ১২:১২ পূর্বাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ অফিস


‘বঙ্গবন্ধুর মহান দান, কৃষিবিদ ক্লাস ওয়ান’ স্লোগানকে সামনে রেখে গতকাল সোমবার চাঁপাইনবাবগঞ্জে কৃষিবিদ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলা কৃষি সম্প্রসারণ দফতরের চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।
র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে এক আলোচনাসভায় মিলিত হয়।  সংগঠনের জেলা সভাপতি ও কৃষি সম্প্রসারণ দফতরের উপপরিচালক মো. মঞ্জুরুল হুদার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি ও কল্যাণপুর উদ্যাণতত্ব গবেষণা কেন্দ্রের উপপরিচালক কৃষিবিদ সাইফুর রহমান, সাধারণ সম্পাদক আবদুল্লাহ সোহেল, যুগ্মসম্পাদক কৃষিবিদ রোকনুজ্জামান, আঞ্চলিক উদ্যানতত্ব গবেষণা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হামিম রেজা, লাক্ষা গবেষণা কেন্দ্রের উপপরিচালক মো. মোখলেসুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মো. শামসুল আলম শাহ প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ