বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
চাঁপাইনবাবগঞ্জ অফিস
‘সাবধানে গাড়ি চালান, নিরাপদ থাকুন’ প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে পেশাদার মোটরগাড়ি চালকদের নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ এ প্রশিক্ষণের আয়োজন করে।
এদিন সকালে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এরশাদ হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর) আবুল কালাম, বিআরটিএ চাঁপাইনবাবগঞ্জ এর সহকারী পরিচালক স্বদেশ কুমার দাস, মোটরযান পরিদর্শক ফয়সাল হাসান, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি লুৎফর রহমান, ট্রাক মালিক গ্রুপের সভাপতি আমিনুল ইসলাম, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান প্রমুখ। প্রশিক্ষণে ৫০ জন চালক অংশ নিচ্ছেন।