রবিবার, ২৬ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
চাঁপাইনবাবগঞ্জ অফিস
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর অনুপনগর ইউনিয়নের চরবাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসান প্রধান অতিথি হিসেবে এ মিলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাদেকুল ইসলাম জানান, এ বিদ্যালয়ের ৯০ ভাগ শিক্ষার্থী খুবই গরিব পরিবারের সন্তান। অভিভাবকরা দিনমজুর। স্থানীয় উদ্যোগেই এ কর্মসূচি হাতে নেয়া হয়েছে। বছরে খরচ হবে প্রায় চার লাখ টাকা। তবে উপজেলা পরিষদ থেকে এক লাখ টাকা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইউএনও ইফতেখার উদ্দীন। তিনি শিক্ষার্থীদের টিফিন বাটিও দিয়েছেন। জেলা প্রশাসক মাহমুদুল হাসান এ কর্মসূচির তহবিলে ২০ হাজার টাকা দেয়ার প্রতিশ্রুতি দেন।
মিড ডে মিল চালু হওয়ায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তৃতীয় শ্রেণির কৃষ্ণ চন্দ্র সিংহ, সমির চন্দ্র সরকার ও চতুর্থ শ্রেণির আবেদা সুলতানা আনন্দ প্রকাশ করে জানায়, বিদ্যালয়ের অনেকেই টিফিনের পর বাড়ি গিয়ে ফিরে আসতো না। অনেকের বাড়িতে সময়মতো রান্নাও হতো না। এখন থেকে তারা আর বিদ্যালয়ে অনুপস্থিত থাকবে না।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফতেখার উদ্দীন শামীম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সায়েদুল ইসলাম, পিটিআই সুপার রুহুল আমীন, উপজেলা শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদ খান, সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহাসিন আলী। এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল বারি, সাবেক ইউপি চেয়ারম্যান মো. নেয়ামতুলা, অভিভাবক খাতুনে মারিয়া প্রমুখ।