চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে আলোচিত স্বপ্না আক্তার জেসমিন (২৬) হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। ধৃত আসামীরা হলো- শরিফুল ইসলাম, পারভীন, আয়েশা বেগম, লেতুন জেরা। তাদের মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে আদালতে তোলা হলে বিচারকের কাছে নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দি দেন। পরে চারজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য জানিছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মিন্টু রহমান। তিনি জানান, ৬ জানুয়ারি নির্বাচনের আগের রাতে শরিফুল ইসলাম, পারভীন, আয়েশা বেগম, লেতুন জেরা সুদের টাকা লেনদেনকে কেন্দ্র করে স্বপ্না আক্তার জেসমিনকে হত্যা করে। মরদেহ যেন না চেনা যায় সে জন্য তাঁর মরদেহ ধানখেতে নিয়ে শরীরে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয়।
এ ঘটনায় ৮ জানুয়ারি স্বপ্নার আপন বড় ভাই হাবিবুর রহমান বাদি হয়ে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলায় প্রেক্ষিতে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত হাসুয়া ও অন্যান্য আলামতসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। মূল আসামী নিজেকে দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছে।
এর আগে ৬ জানুয়ারি রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মহাডাঙ্গা ডাবার মাঠে ধান খেতে আগুনে ঝলসানো স্বপ্না আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ।