মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
‘ম্যাংগো স্পেশাল’ ট্রেনের পর এবার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলস্টেশন থেকে ঢাকা রুটে চলবে ‘কৃষিপণ্য স্পেশাল ট্রেন’। বৃহস্পতিবার রাজশাহী রেলস্টেশনে পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান বাণিজ্যিক কর্মকর্তার কার্যালয়ে এক সভায় এ তথ্য জানান রেল কর্মকর্তারা। তারা জানান শনিবার সকাল ৯:১৫ মিনিটে রহনপুর থেকে যাত্রা শুরু করবে
বিকেল ৫:২০ মিনিটে এটি ঢাকার তেজগাঁও পৌঁছাবে। আপপতত ট্রেনটি সপ্তাহে এক দিন শনিবার চলবে।
রেল সূত্র জানায়, বাংলাদেশ রেলওয়ে ইতোমধ্যে কৃষিপণ্য পরিবহনে ওই ট্রেন চালু করেছে।
স্বল্প পরিবহন খরচের এই ট্রেনে সাধারণ লাগেজ ভ্যানের পাশাপাশি রেফ্রিজারেটেড লাগেজ ভ্যানের ব্যবস্থা রয়েছে। এর মাধ্যমে মাছ, মাংসসহ পচনশীল পণ্য পরিবহন করা যাবে। রহনপুর থেকে ঢাকা পর্যন্ত প্রতি কেজি পণ্যের ভাড়া পড়বে ১ টাকা ৩০ পয়সা।
সূত্রটি আরো জানায়, ট্রেনটি এই রুটে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলস্টেশন থেকে শুরু করে নাচোল, আমনুরা জংশন, রাজশাহীর কাঁকনহাট, রাজশাহী সদর, সরদহ রোড, আড়ানী, নাটোরের আব্দুলপুর, আজিমনগর, পাবনার ঈশ্বরদী বাইপাস, চাটমোহর, বড়ালব্রীজ ও জয়দেবপুর হয়ে ঢাকা পৌঁছাবে। স্টেশনভেদে ভাড়া ভিন্ন ও কুলি চার্জ পৃথক দিতে হবে।
রহনপুর রেলষ্টেশন মাস্টার মামুনুর রশিদ বলেন, ট্রেন চলাচলের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ম্যাংগো স্পেশাল ট্রেনের মতই নিয়ম-কানুনে ট্রেনটি চলবে। এ ব্যাপারে প্রচারণা চালানো হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ স্টেশন মাস্টার ওবাইদুল্লাহ বলেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা রুটে যাতায়াতকারী বিরতিহীন আন্তঃনগর ট্রেনে একটি বড় লাগেজ ভ্যান সংযুক্ত রয়েছে। এতে সপ্তাহে ছয় দিন কৃষিপণ্য পরিবহন করা হয়।