চাঁপাইনবাবগঞ্জে চোরাইপথে আনা মোবাইলসহ গ্রেফতার ২

আপডেট: জানুয়ারি ২৬, ২০১৭, ১২:১৪ পূর্বাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ অফিস



চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাইপথে আনা ৫৫ পিস অ্যান্ড্রয়েড মোবাইল সেটসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলেন, শিবগঞ্জ পৌর এলাকার দৌলতপুর উপরটোলা গ্রামের মৃত আবু সাঈদের ছেলে মো. শাকিল (২৮) ও শেরপুর ভান্ডার এলাকার মজিবুর রহমানের ছেলে মো. শাহীন আলী (২২)।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের একটি দল মঙ্গলবার রাত ৮টার দিকে শিবগঞ্জ উপজেলা সদরের ‘মা টেলিকম’ নামের একটি দোকানে অভিযান চালিয়ে শাকিল ও শাহীনকে গ্রেফতার করে। পরে শাকিলের দেয়া তথ্যর ভিত্তিতে দৌলতপুর উপরটোলা গ্রামের বাড়ি থেকে চোরাচালানের মাধ্যমে অবৈধভাবে আনা ৫৫ পিস ভারতীয় ও অন্য দেশের তৈরী অ্যান্ড্রয়েড মোবাইল সেট উদ্ধার করা হয়। এর আগেও একাধিকবার ওই দোকান থেকে বিপুল পরিমান চোরাই ভারতীয় মোবাইল সেট উদ্ধার করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ