বুধবার, ২৯ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
চাঁপাইনবাবগঞ্জ অফিস
চাঁপাইনবাবগঞ্জে দুইটি চোরাই মোটরসাইকেল ও ১শ পিস ইয়াবাসহ সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত সদর উপজেলার সুন্দরপুর ও বাগডাঙ্গা মাদ্রাসা মার্কেটসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলার রামচন্দ্রপুর হাট এলাকার আবদুল মান্নানের ছেলে রনি (২২), সুন্দরপুর শালকাঠি জয়ন্তপুরের ওবাইদুলের ছেলে মাসুদ (৩৬), চকলামপুর পাঠানপাড়ার শাহাবুদ্দিনের ছেলে সুমেল (৩০), একই এলাকার বাবলু রহমানের ছেলে টিয়া (২৬), চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রামকৃষ্টপুর মাঝপাড়া এলাকার খালেকের ছেলে সুমন (২৫), ফুলকুড়ি এলাকার হামিদুরের ছেলে হালিম (২০) ও রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বালিয়াঘাট্টা দাসপাড়া এলাকার রাজ্জাকের ছেলে জহুরুল (৩১)।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) চৌধুরী জোবায়ের আহমেদ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক, বিস্ফোরক, পুলিশের উপর হামলা ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। সদর থানার এসআই রাশিদুল ইসলাম বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।