চাঁপাইনবাবগঞ্জে জমে উঠেছে নির্বাচনী প্রচারপ্রচারনা

আপডেট: ডিসেম্বর ২২, ২০২৩, ৭:০২ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :


চাঁপাইনবাবগঞ্জে জমে উঠেছে দ্বাদশ সংসদ নির্বাচনের প্রচার প্রচারনা। দিনরাত এক করে ভোটারদের দ্বারেদ্বারে গিয়ে ভোট চায়ছেন প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা।

শুক্রবার ছুটির দিন সকালে, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আলীনগর এলাকায় গণসংযোগ করেন চাঁপাইনবাবগঞ্জ- ৩ সদর আসনের নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আব্দুল ওদুদ।
নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি ভোটাদের কাছে ভোট প্রার্থনা করেন। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আবারো নৌকার ভোট দেওয়ার আহ্বান জানান।

এসময় আব্দুল ওদুদ বলেন, শেখ হাসিনা আবারো প্রধানমন্ত্রী হলে, চাঁপাইনবাবগঞ্জ সহ সারাদেশের আরো উন্নয়ন হবে।
উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আপনাদের সবার কাছে আনুরোধ ভোট কেন্দ্রে গিয়ে একটি করে নিজে নৌকায় ভোট দিবেন, পরিবার, পাড়া প্রতিবেশীদের নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানাবেন।

অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ—১ শিবগঞ্জ আসনের সতন্ত্র ট্রাক প্রতিকের প্রাথী সৈয়দ নজরুল ইসলাম এর সমর্থনে সত্রাজিতপুর উচ্চবিদ্যালয় হলরুমে এক বিশাল কর্মীসভা অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা কমেটির আহবায়ক গোলাম রাব্বানী ছবি চেয়ারম্যান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমেটির নেতা অধ্যাপক আব্দুস সালাম, মোঃ সাজেদুল হক সাজু ও নির্বাচন পরিচালনা কমেটির সদস্য সচিব মোঃ সারওয়ার জাহান সোহাগ প্রমুখ। বক্তারা আগামী ৭ই জানুয়ারির নির্বাচনে ট্রাক প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত আহবান জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ