চাঁপাইনবাবগঞ্জে জয়নাল হত্যার আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

আপডেট: মার্চ ৩১, ২০২৪, ৪:৩৩ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জে জয়নাল হত্যার আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনি:


চাঁপাইনবাবগঞ্জে চাঞ্চল্যকর জয়নাল আবেদীন হত্যার সুষ্ঠু বিচার ও আসামীদের দ্রুত গ্রেফতার এর দাবি করেছেন নিহতের পরিবার ও এলাকাবাসী। রোববার (৩১ মার্চ) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেছেন সদর উপজেলার আলাতুলী ইউনিয়নের রানীনগর গ্রামের ওই ভুক্তভোগি পরিবারটি।

সংবাদ সম্মেলনে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার শেরপুর গ্রামের নিহত জয়নাল আবেদীনের স্ত্রী মোসা. আয়েশা খাতুন লিখিত বক্তব্যে বলেন, গত ২৪ মার্চ জমিজমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিবেশী নওঁগা নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যন মোতালেব হোসেন বাবর ও তরিকুল ইসলাম দিংএর নেতৃত্বে একদল সন্ত্রাসী তাঁর স্বামীর পথরোধ করে বেধড়ক মারধর করলে সে গুরুতর আহত হয়। পরে তার অবস্থা আশংকাজনক হলে জয়নালকে রাজশাহী মেডক্যিাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ২৭ মার্চ মারা যায়। এছাড়া সন্ত্রাসীরা তাঁর স্বামীকে মেরে ক্ষান্ত হয়নি, ওই দিন বাড়িঘরে হামলা চালিয়ে জিনিসপত্র ভাংচুর, গরু-ছাগল লুটপাট করে নিয়ে চলে যায়।

আয়েশা খাতুন আরো বলেন, তাঁর স্বামীকে মেরে ফেললেও উল্টো তারাই আমাদের ২২ জনে বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে , প্রতিনিয়ত তাঁর পরিবার ও আত্মীয়-স্বজনদের অনবরত হুমকি অভ্যাহত রেখেছে। বর্তমানে তাঁরা বাবর ও তরিকুল ইসলাম দিং স্থানীয় এক প্রভাবশালী আওয়ামী লীগ নেতার ছত্রছায়ায় থেকে এলাকায় আতংক সৃষ্টি করছে। এছাড়াও তাঁদের আত্মীয়-স্বজনদের প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। এমতাবস্থায় বর্তমানে পুরো এলাকা পুরুষশূন্য হয়ে পড়েছে। তাঁরা জয়নাল আবেদীন হত্যার সুষ্ঠু বিচার, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নিহত জয়নালের স্ত্রী আয়েশা, ভাই সাহিন, ফুফাতো ভাই হাবিবুর রহমান ও বাবুল আখতার। এবিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইন চার্জ চৌধুরী জুবায়ের আহমেদ বলেন, এলাকাটি পুরাপুরি পুরুষ শুন্য হয়ে পড়েছে। একজন আসামি ধরা হয়েছে, বাকীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।।