চাঁপাইনবাবগঞ্জে টেনে কাটা পড়ে নারীর মৃত্যু

আপডেট: জুলাই ২৯, ২০১৭, ১২:৪৬ পূর্বাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ অফিস


চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় গতকাল শুক্রবার ভোরে ট্রেনে কাটা পড়ে সুরাইয়া খাতুন (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সুরাইয়া খাতুন নাচোল পৌরসভার মমিনপাড়া এলাকার মুসলিম উদ্দিনের স্ত্রী।
নাচোল রেল স্টেশন মাস্টার কামরুল ইসলাম জানান, ১৬ ডাউন মহানন্দা ট্রেনটি শুক্রবার ভোর ৬টার দিকে নাচোল স্টেশন থেকে রাজশাহী যাওয়ার সময় প্লাটফর্ম থেকে চলন্ত ট্রেনে উঠতে যাচ্ছিলেন সুরাইয়া খাতুন। এসময় তিনি ট্রেনের নীচে পড়ে গেলে তার দুই পা ও হাত কাটা পড়ে। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সুরাইয়া খাতুন মারা যান।

এ বিভাগের অন্যান্য সংবাদ