চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত এক

আপডেট: জানুয়ারি ১১, ২০১৭, ১২:১০ পূর্বাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ অফিস


চাঁপাইনবাবগঞ্জ শহরের পুরাতন বাজার এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে ট্রাকের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছেন। নিহত ওই ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মসজিদপাড়া মহল্লার মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. শাহিন (২৬)।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম জানান, পুরাতন বাজার এলাকায় গতকাল দুপুর সোয়া ২ টায় রাস্তা পারাপারের সময় একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১১-৩৬৪৪) শাহিনকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।

এ বিভাগের অন্যান্য সংবাদ