রবিবার, ২৬ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
চাঁপাইনবাবগঞ্জ অফিস
চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় আবদুর রহমান (৪৮) নামে একজন সাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল বুধবার সকালে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের মহিপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুর রহমান জেলার গোমস্তাপুর উপজেলার নয়াদিয়ারী গ্রামের মৃত সাশুদ্দীনের ছেলে।
স্থানীয় গোবরাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসজাদুর রহমান মান্নু জানান, সকাল সোয়া ৫টার দিকে নিহত রহমান বাইসাইকেল যোগে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের দিকে আসার সময় একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।