সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
চাঁপাইনবাবগঞ্জ অফিস
চাঁপাইনবাবগঞ্জ পৌর সভার কল্যাণপুর এলাকায় গতকাল বৃহস্পতিবার সকালে ট্রাক চাপায় আল আমিন (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত আল আমিন শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের রনিহাটি বাজার এলাকার হারুন অর রশিদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সকাল সাড়ে নয়টার দিকে কল্যাণপুর হর্টিকালচার সেন্টারের মূল ফটকের সামনে একটি ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী আল আমিন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। পরে আল আমিনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে দুপুর সোয়া ১টার দিকে মারা যায়। ঘটনার পর এলাকাবাসী গম বোঝাই ট্রাকটি (ঢাকা মেট্রো ট ১৬-০১৯৯) আটক করে সদর থানা পুলিশে দেয়। কিন্তু এর চালক ও সহকারী পালিয়ে যায়।