চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রীর মৃত্যু

আপডেট: জুন ১৫, ২০২৫, ১১:৩৮ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জের বিদিরপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (১৫ জুন) সন্ধ্যায় জেলা শহরের বিদিরপুর ভোলা বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তরুণী শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের ছোট মহেশপুর গ্রামের সেলিম রেজার মেয়ে সেলিনা খাতুন (১৯)। তিনি নবাবগঞ্জ সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী।
নিহতের স্বজন, স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়া লোকাল ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় মরদেহের সুরতহাল শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় রেলওয়ে পুলিশ।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী তাসলিমা খাতুন জানান, মৃত সেলিনা খাতুন রেললাইনের পাশের রাস্তায় মোবাইলে কথা বলছিল। এরপর হঠাৎ করেই রেললাইন দিয়ে রহনপুরগামী লোকাল ট্রেনের সামনে সুয়ে পড়েন। এসময় তার শরীর দ্বিখ-িত হয়ে যায়।

চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. ওবায়দুল্লাহ ট্রেন চালকের বরাত দিয়ে জানান, রেললাইনের পাশে থেকে ফোনে কথা বলছিল ওই তরুণী। হঠাৎ রেললাইনে সুয়ে পড়ে। এ সময় ট্রেনচালক কয়েকবার হর্ন দিলেও সরেননি তিনি। এতে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ