বুধবার, ২৯ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১৫ আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ ।
চাঁপাইনবাবগঞ্জ অফিস
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বিদিরপুর-মিলকি এলাকায় গত সোমবার বিকেল সোয়া তিনটার দিকে ট্রেনে কাটা পড়ে শুভ (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু শুভ চাঁপাইনবাবগঞ্জ শহরের মসজিদপাড়ার ফারুকের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই আবু বক্কর জানান, রাজশাহী হতে চাঁপাইনবাবগঞ্জগামী ট্রেনের বগির ছাদের উপর থেকে দুই বগির মাঝে পড়ে গিয়ে চাকায় ওই কিশোরের দেহ দ্বিখ-িত হয়ে যায়। চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার ওবাইদুল্লাহ জানান, আমনুরা বাইপাস স্টেশন ছেড়ে আসা দ্রুতগতির ৫৬৫ আপ মেইল ট্রেনের ছাদের উপর থেকে নীচে পড়ে নিহত হয় ওই কিশোর। জিআরপি জানায়, নিহত শুভর পরিবার জানিয়েছে- শুভ কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।