শনিবার, ১ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
চাঁপাইনবাবগঞ্জ অফিস
চাঁপাইনবাবগঞ্জে শীতের তীব্রতা বেড়েছে। কনকনে ঠা-া হাওয়া আর তীব্র শীতে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। গরম কাপড়ের অভাবে শীতে মানবেতর জীবনযাপন করছেন ছিন্নমূল মানুষরা। হাসপাতালগুলোতেও বাড়ছে শীতজণিত রোগে আক্তান্ত রোগির সংখ্যা।
তীব্র শীতের কারণে সন্ধ্যার পর থেকেই চাঁপাইনবাবগঞ্জের হাট বাজারগুলোর অধিকাংশ দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে। নিতান্ত প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। শীত নিবারণের জন্য প্রয়োজনীয় গরম কাপড় সংগ্রহ করছেন অনেকে। শহরের বিপণি বিতান ও ফুটপাতের দোকানেও চলছে গরম কাপড় বেচাকেনা। তীব্র শীতে সবচেয়ে বিপাকে পড়েছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষগুলো। ঠিকমতো কাজ করতে না পারায় তাদের রোজগার কমে গেছে। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকেই। সরকারিÑবেসরকারিভাবে কিছু শীতবস্ত্র বিতরণ করা হলেও তা চাহিদার তুলনায় খুবই কম। ঠা-ার কারণে শীতজনিত রোগির সংখ্যা বাড়ছে। শিশু ও বৃদ্ধরাই আক্রান্ত হচ্ছেন বেশি। হাসপাতালগুলোতে প্রতিদিন বাড়ছে রোগির সংখ্যা।
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালর চিকিৎসক ডা. আহমেদ শাহরিয়ার জানান, গত দুইদিনে ঠা-াজনিত রোগে আক্রান্ত হয়ে অর্ধশতাধিক রোগি হাসপাতালে ভর্তি হয়েছেন।