শনিবার, ৫ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১২নং ওয়ার্ডের চরমোহনপুর মধ্যপাড়ায় দাদু ভাই ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান হয়েছে লাহাপাড়া ফুটবল দল। এতে রানার্স আপ হয়েছে জিরো পয়েন্ট ফুটবল দল। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে চরমোহনপুর মধ্যপাড়া ফুটবল মাঠে খেলায় নিদিষ্ট সময়ে কোন গোল করতে না পারায় খেলা ট্রাইবেকারে ৫-৪ গোলে লাহাপাড়া ফুটবল দল জিরো পয়েন্ট ফুটবল দলকে হারায়।
খেলা খেলা শেষে পুরস্কার বিতরণ করেন, স্থানীয় কাউন্সিলর মোঃ ইব্রাহিম, বিশিষ্ট ব্যবসায়ী , সমাজ সেবক ঠিকাদার সমিতির সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন রাসেল, চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ফায়জার রাহমান কনক, ব্যবসায়ী মোঃ নাজমুল হানান।
শুরুর আগে ফাইনাল খেলার উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী , সমাজ সেবক ঠিকাদার সমিতির সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন রাসেল।