শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে চলমান ভ্রাম্যমান আদালত অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুটি অবৈধ ইট ভাটা ভেঙে দেওয়া হয়েছে। একই সাথে আর্থিক জরিমানা করে ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর বারো টার দিকে উপজেলার দুর্লভপুর ইউপির বারোরশিয়া মাঠে ইঅঞঅ (বাটা) ও জচই (আরপিবি) নামে পাশাপাশি দুইটি ইটের ভাটায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।
অবৈধ ভাটা বন্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ নেজারত ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আল মনসুর শোয়াইব। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো.আবু সাঈদ।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আল মনসুর শোয়াইব জানান, ইঅঞঅ (বাটা ) ও জচই (আরপিবি) নামে দুইটি লাইসেন্স বিহীন অবৈধ ইট ভাটা ভেকু দিয়ে ভেঙে দেওয়া হয়েছে । এই সময় তারা কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।
তিনি আরো জানান,আরপিবি ইটভাটা ম্যানেজার সেলিম আলীকে পঞ্চাশ হাজার টাকা ও বাটা ইট ভাটা মালিক মোশারফ হোসেনকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। সেই সাথে ভাটা দুটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অবৈধ ইট ভাটা বন্ধের অভিযানে আনসার,পুলিশ, র্যাবের সদস্যরা ও ফায়ার সার্ভিস অংশগ্রহণ করে।