শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
চাঁপাইনবাবগঞ্জ অফিস
চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের মন্ডল মার্কেটের একটি মুদি দোকানে গতকাল রোববার বিকেলে ককটেল হামলায় তিনজন আহত হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মাজহারুল ইসলাম জানান, জেলা শহরের মন্ডল মার্কেটে অবস্থিত মো. আজিমের মুদি দোকানে পণ্য কিনতে এসে কথা কাটাকাটি হয় আলীনগর এলাকার কয়েকজন যুবকের। এর জের ধরে রোববার বিকেল পৌনে ৫টার দিকে কিছু যুবক ওই দোকানে এসে এলোপাথাড়িভাবে চারটি ককটেল বিস্ফোরণ করে। ককটেলের বিকট শব্দে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় ককটেলের আঘাতে দোকান মালিক আজিম, স্থানীয় চা বিক্রেতা কনা মিয়া ও হামলাকারী জামাল আহত হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আলীনগর এলাকার জামাল মিয়া নামে একজনকে আটক করা হয়েছে।