শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে পুরাতন বছরের সকল গ্লানি মুছে সব বয়সের মানুষ মেতে উঠেছেন বর্ষবরণ উৎসবে। অসাম্প্রদায়িক বাঙালির সবচেয়ে বড় উৎসব পহেলা বৈশাখ।
রোববার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরের সামনে থেকে মঙ্গল শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক একেএম গালিভ খান, পুলিশ সুপার ছাইদুল হাসানসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
বর্ণিল সাজে শোভাযাত্রায় অংশগ্রহণ করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
পরে বর্ষবরণের মূল আয়োজন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।