চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার বিষয়ক মতবিনিময় সভা

আপডেট: ডিসেম্বর ৪, ২০২৪, ৮:৪২ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি


চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার শীর্ষক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চাঁপাইনবাবগঞ্জ শাখার আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

ক্যাবের জেলা শাখার সভাপতি মোঃ তাজেমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ। জেলা প্রশাসক বলেন, দাম বাড়ার কথা না থাকলেও কোন যৌক্তিকতা ছাড়াই বাজারে কারসাজি করে কিছু পণ্যের দাম বাড়িয়ে দেয় ব্যবসায়ীরা। কতিপয় ব্যবসায়ীর কারণে সব ব্যবসায়ীদের বদনাম হয়। সবার আগে আমাদের সচেতন হতে হবে এবং সেই সাথে কর্তৃপক্ষকে পদক্ষেপ নিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক আসাদুজ্জামান রুমেল, নিরাপদ খাদ্য অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ক্যাবের জেলা সাধারণ সম্পাদক আব্দুর রহিম। ক্যাবের জেলা সদস্য জুই আক্তারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ক্যাবের জেলা সদস্য মোঃ মঞ্জুরুল ইসলাম বাবু খান, শিক্ষার্থী শাকিল আহম্মেদ প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version