চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ১২০০ সদস্য দায়িত্বে

আপডেট: জানুয়ারি ৬, ২০২৪, ৫:৪৭ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ ও শিবগঞ্জ প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জের সংসদীয় তিনটি আসনের নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ১২০০ সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া বিজিবি ও সেনাবাহিনীর ২৩ প্লাটুন দায়িত্ব পালন করবে।

সংশ্লিষ্ট সূত্র মতে, ১২ প্লাটুন সেনাবাহিনী ও ১১ প্লাটুন বিজিবিসহ পুলিশের ১ হাজার ৭২ জন, র‌্যাবের ৪৮ জন এবং আনসারের ৪০ জন নির্বাচনী দায়িত্ব পালন করবেন। এদিকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকছে ২ প্লাটুন বিজিবি ও আনসারের ৩২ জন।

রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, ৩টি সংসদীয় আসনে ভোটকক্ষ ৩ হাজার ১১টি। এর মধ্যে স্থায়ী ভোটকক্ষ ২ হাজার ৮৫৪টি এবং অস্থায়ী ১৫৭টি। ভোটকেন্দ্রের দায়িত্বে থাকছে ৫১২ জন প্রিজাইডিং কর্মকর্তা, ৩ হাজার ১১ জন সহকারি প্রিজাইডিং কর্মকর্তা ও ৬ হাজার ২২ জন সহকারী প্রিজাইডিং। মোট নির্বাচনী কর্মকর্তা থাকবেন ৯ হাজার ৫৪৫ জন। নির্বাচনী আচরণ বিধি পর্যবেক্ষণে রয়েছে ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া ৭ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটির ৩ জন, আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলে ১০ জন, ভিজিল্যান্স ও অবজারভেশন টিমে ১৩ জন ও নির্বাচন মনিটরিং টিমে ২৪ জন দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, জেলায় মোট ভোটার রয়েছেন ১৩ লাখ ৪৫ হাজার ৩৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার হচ্ছেন ৬ লাখ ৭৮ হাজার ৩৩৫ জন, মহিলা ভোটার হচ্ছেন ৬ লাখ ৬৭ হাজার ৪৭ জন ও তৃতীয় লিঙ্গের রয়েছেন ১ জন ভোটার। নির্বাচনে সংসদীয় ৩টি আসনে লড়ছেন ১৬ জন প্রার্থী।

নির্বাচন প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন জানান, জেলায় সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানে পূর্ণ প্রস্তুতি নেয়া হয়েছে। যথাসময়ে নির্বাচন সামগ্রী স্ব-স্ব কেন্দ্রে পৌঁছে দেয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ